** তুমি এলে **


** তুমি এলে **
*রুমি চৌধুরী*

ধূসর মরুপ্রান্তে একফালি মেঘ হয়ে
তুমি এলে আমার জীবনে।
ঠিক যেন............
তপ্ত বালুকাবেলায় একমুঠো স্বস্তি।
যেন কালবোশেখীর নিষ্টুর তান্ডব শেষে
ক্লান্ত, শান্ত পৃথিবী।

ঘোর অমানিশা রাতে এক চিলতে আলো
অথবা গ্রহণ শেষে মুক্ত, স্বাধীন 
মায়াভরা চাঁদখানি।

তুমি এলে প্রচন্ড খরা শেষে 
এক পশলা বৃষ্টি হয়ে।
দুঃস্বপ্নের বিভীষিকার পরে
একটা সুন্দর স্বপ্নের মতো।

তুমি যেন অকুল সাগরে
ঠাঁই পাওয়ার এক টুকরো অবলম্বন।
একাকী নিঃস্বঙ্গ পথে অপার নির্ভরতা।

অবিশ্বাসের চরম লগনে
তুমি আমার পরম বিশ্বাস।
শত অসুন্দরের মাঝে অনিন্দ্য সুন্দর।

হাজার তারার ভীরে 
শুধু একটাই ধ্রুবতারা তুমি।
তোমার চোখের তারায়
সমগ্র পৃথিবী দেখি আমি।

Post a Comment

0 Comments