** ভালো থেকো **
* রুমি চৌধুরী *
বেদনার নীল জলে ক্রমাগত
লীন হয়ে যাওয়ার
নামই কি ভালো থাকা?
নাকি অস্ফুট কণ্ঠস্বরে
বোবা কান্নার অবিরত ধারার
নামই ভালো থাকা?
মনের জানালার গ্রীল ধরে
অনবরত ডেকে যাওয়া
সুখপাখিটার আর্তনাদই
কি ভালো থাকা?
নাকি বৈশ্বিক উষ্ণতার
দাবদাহের দাবানলে পুড়ে
ভস্ম হয়ে যাওয়ার নামই ভালো থাকা?
যান্ত্রিক জীবনের যন্ত্রণাময়
সময়কে বয়ে নিয়ে যাওয়ার
নামই কি ভালো থাকা?
নাকি আলো- আঁধারীর
মায়াময় খেলাঘরে আকন্ঠ
সুধাপানের নামই ভালো থাকা?
বেহিসেবী চাহিদার সীমাহীন
অপূর্ণতাকে মেনে নেওয়াই
কি ভালো থাকা?
নাকি অভাবের যাঁতাকলে
পেছনের কথা ভুলে
চায়ের কাপে ঝড় তোলা আড্ডার
নামই ভালো থাকা?
সংসারের চক্রাবর্তে
অন্তরের আবডালে
সঙ সেজে বসে থাকার
নামই কি ভালো থাকা?
নাকি অন্যায়- অত্যাচারে
চোখ থেকেও অন্ধ হয়ে থাকার
নামই ভালো থাকা?
ভালো থাকার অভিনয়টা
কতটা নিঁখুতভাবে করলে
এর নাম ভালো থাকা হয়?
জানিনা, আমি তার কিছুই জানিনা।
0 Comments