** মেঘবালক **
* রুমি চৌধুরী *
তুমি কি আমায় ভালোবাসো মেঘবালক?
সেদিন তোমার গভীর চোখে
অনাবিল এক বহতা নদী দেখেছি।
যে নদীর শীতল জলে আমি
আমার নিজের অপরূপ ছায়া দেখেছি।
তোমার মুখের অগোছালো কথায়
অব্যক্ত আহবানের শব্দ পেয়েছি।
যে আহবানে অধরা অভিসারের
আকুল করা দীর্ঘ হাতছানি দেখেছি।
তোমার মুখোমুখি দাঁ ড়িয়ে আমি
তোমার ভেতরের অনিন্দ্য তোমাকে অনুভব করেছি।
আমার জন্য তোমার অন্তরে
অন্তহীন মুগ্ধতার ছোঁয়া পেয়েছি।
পারবে মেঘবালক?
হাজার হাজার বছর ধরে
প্রেয়সীর জন্য অনন্ত প্রতীক্ষার প্রহর গুনতে?
পারবে সাত সাগর তেরো নদীর ওপারের ভালোবাসার পারিজাত ফুলটাকে এনে
আমার খোপায় পরিয়ে দিতে?
যদি পারো.............
তবে তোমার পায়ের কাছে
আমার অতৃপ্ত অন্তরটাকে নিদ্ধিধায় সপে দেব
তুমি তোমার মনের সকল ঐশ্বর্য দিয়ে
তাকে সাজিয়ে নিও
অমিয় তাজমহলের অপূর্ব এক সুন্দর কারুকাজ দিয়ে।
0 Comments