** তোমাকে চাই **


** তোমাকে চাই **
*রুমি চৌধুরী *

তোমাকে চাই প্রিয় তোমাকে চাই
শুরু থেকে শেষ অবধি তোমাকে চাই।

ঘুম ভাংগানো অলস ভোরে তোমাকে চাই,
শিশির ভেজা দূর্বাঘাসেও তোমাকে চাই।

চন্দ্রিমা রাত্রিতে তোমাকে চাই
অমানিশার নিকষ কালোয় তোমাকে চাই।

প্রকাশ্য দিবালোকে তোমাকে চাই
আড়ালে আবডালেও তোমাকে চাই।

উল্লাসে উচ্ছাসে তোমাকে চাই
দুখের দিনে চোখের জলেও তোমাকে চাই।

উৎসবের আমেজে তোমাকে চাই
কড়া রোদের গরম মিছিলেও তোমাকে চাই।

অর্থহীন অস্বস্তিতে তোমাকে চাই
অনুভুতির অন্তরালেও তোমাকে চাই।

যৌবনের কল্পনাতে তোমাকে চাই
জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তোমাকে চাই।

Post a Comment

0 Comments