** অরণ্যে রোদন **
* রুমি চৌধুরী *
ঊল্কার মতো এলে
আবার ধূমকেতুর মতো মিলিয়ে গেলে।
এলেই যদি তবে এভাবে এলে কেন?
তবে কি মহাশূন্যের ভুল কক্ষপথে
এ তোমার ভুল পরিভ্রমণ?
শনির বলয় ছিঁড়ে
বৃহস্পতির অনন্ত পথে কেন চলে গেলে?
সবুজ পৃথিবীর কোন এক বনান্তে বসে
এখন আমি তোমার
ক্ষণিক স্মৃতি হাতড়ে বেড়াই।
তুমি কি পারোনা?
গ্রহান্তরের কোন এলিয়েন হয়ে
ভোরের স্বপ্নে আমার কপালে হাত বোলাতে?
অথবা মঙ্গলের বুকে ঘর বানিয়ে
সপ্তর্ষি মন্ডলের আলোয় বাসর সাজাতে?
তুমি কি পারোনা?
অদৃষ্টের দুর্বোধ্য নিয়ম ভেঙে
জন্ম- জন্মান্তরের সংগী হতে?
অথবা অন্তর্যামীর অখন্ড বিধানকে
খন্ডিত করে হাতের রেখাকে পাল্টে দিতে?
এটুকুই যদি না পারো..........
তবে কেন তোমার এ অকাল বোধন?
কেন শুষ্ক মরুভূমির বুকে এ পরিস্ফুটন?
আর কেনইবা তোমার এ অনন্ত অন্তর্ধান?
যদিও জানি এ আমার কেবলই অরণ্যে রোদন।
0 Comments