** পোড় খাওয়া জীবন **


* পোড় খাওয়া জীবন *
*রুমি চৌধুরী *

অপ্রাপ্তির যন্ত্রণা দেখেছ কখনো?
হতাশার আগুন ছুঁয়েছ কখনো?

এই আমাকে দেখ............
সব..... সব দেখা হয়ে যাবে।
অপ্রাপ্তি, অতৃপ্তি, হতাশা
আর পেয়ে হারানোর বেদনা।

খুব গভীরভাবে ভালোবেসেছিলেম তাকে
আমার প্রতিটি স্পর্শে, প্রতিটি নিশ্বাসে
অন্তরের নিখঁাদ ভালোবাসা ঢেলে দিয়েছি।
কিন্তু অদৃষ্টের নিঠুর কঠিন খেলায়
আজ আমি তাকে চিরতরে হারিয়েছি।

এখন তার সেই দগ্ধ স্মৃতি
সকাল সন্ধ্যা আমাকে অদ্ভুতভাবে তাড়িয়ে বেড়ায়।
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াই
কোথাও নেই.......
কোথাও নেই একফোঁটা স্বস্তি, একরত্তি সুখ।

তবুও আজ আমি ঘুরে দাঁড়াতে চাই
পৃথিবীর মানচিত্রে আমার মত
এক ক্ষুদ্র মানবের পদচিহ্ন এঁকে দিতে চাই।
জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে
আবার আমি স্বপ্ন দেখি........
স্বপ্ন দেখি নিরস বাস্তবতার
নিকষ প্রাচীর ভেংগে
এক স্বপ্নিল, রঙিন অনাবিল সভ্যতা গড়ার।


"আমার এক ফেসবুক বন্ধু বেশ কিছুদিন যাবত তার পোড় খাওয়া জীবন নিয়ে কবিতা লেখার জন্য আমাকে অনুরোধ করে আসছেন।আজকের এই কবিতাটা তার উদ্দেশ্যেই লেখা।"

Post a Comment

0 Comments