** শিকল ভাঙার আহবান **
* রুমি চৌধুরী *
প্রিয় বিয়োগ আর অপ্রিয় সং্যোগ
কী যে দুঃসহ যাতনা ভোগ!!
ভুক্তভোগীর অন্তর জানে
আর জানে তার সিক্ত দু'চোখ।
মেনে নেওয়া আর মনে নেওয়ায়
যোজন যোজন ব্যবধান,
বিদ্রোহী মন খুঁজে ফিরে
শিকল ভাঙার আহবান।
হাতে শিকল পায়ে শিকল
শিকল বাঁধা সারা গায়,
মনের ঘরে শিকল পরায়
সৃষ্টিকর্তারও সাধ্যি নাই।
আপোষ করার এই খেলাতে
জন্মই যেন আজন্ম পাপ,
মনেরই দাম নাই যেখানে
তো মানুষ হয়ে আর কি লাভ?
0 Comments