** স্বতন্ত্র আমি **
*রুমি চৌধুরী*
তোমায় ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি
তাই বলে ভেবোনা
তোমার সমস্ত অবহেলা মুখ বুজে
মাথা পেতে নেব।
তোমার জন্য হাজারো বর্ণ দিয়ে
কথার অনন্য ডালি সাজাতে পারি।
আবার তোমার সামান্য অবজ্ঞায়
সেই ডালির প্রতিটি ফুল
অবলীলায় ছিঁড়ে ফেলতেও পারি।
বুকের জমানো সমস্ত প্রেম দিয়ে
নতুন এক পৃথিবী গড়তে পারি।
আবার তোমার নিস্প্রাণ পদচারণায়
সেই সাজানো পৃথিবী এক নিমেষে
ভেঙে গুঁড়িয়ে ও দিতে পারি।
রক্তের প্রতিটি ফোঁটায় তোমার নাম লেখা।
হৃদপিন্ডের প্রতিটি স্পন্দন তোমার কথা বলে।
মৃত্যুর নির্মম সুক্ষ ফাঁদ ছাড়া
মোছা যাবেনা সেই অমিয় অক্ষয় নাম।
তোমার ক্রমাগত অমনোযোগীতায়
সেই মৃত্যুকেও স্বইচ্ছায় অনায়াসে
আলিঙ্গনে জড়াতে পারি।
যদি ভেবে থাকো-
তোমায় ভালোবাসি বলে
আমার সমস্ত অহংবোধও
তোমার পায়ের কাছে ধূলায় লুঠিয়ে দেব
তবে এ তোমার ভুল ধারনা।
তোমায় ভালোবাসি, ঠিক ততটাই
যতটা আমার নিজেকেও নয়।
তবুও এই 'আমি' শুধু স্বতন্ত্র আমিই।
আমার কাছে এই 'আমি'র গুরুত্ব
শত সহস্র 'আমি'র চেয়েও বেশি।
ছবি কৃতজ্ঞতাঃ বিজেত্রী বড়ুয়া


0 Comments