** খেয়ালী প্রয়াস **


** খেয়ালী প্রয়াস **
* রুমি চৌধুরী *

জীবনের এতখানি পথ হেঁটে এলাম
এতটা বসন্ত কাটিয়ে এলাম
কত তপ্ত মরুপথ পাড়ি দিলাম
বন্ধু তোমায় তো নাহি পেলাম!

কত অশ্রুর নোনাজলে কাটিয়েছি রাত
সোনালী সূর্য উঠা শুভ্র প্রভাত
সাক্ষী কৃষ্ণপক্ষের ওই বাঁকা চাঁদ
অচেনা অধরা ছিলে দিয়ে অজুহাত।

আজি এ এমন এক ক্রান্তি ক্ষণে
সপ্ত শুদ্ধ স্বরের অনুরনণে
তুললে দারুন ঝড় মন পবনে
উস্কে দিলে প্রেম হৃদয় গহীনে।

জানি এ ও তোমার এক খেয়ালী প্রয়াস
চোরাবালির চোরাপথের ভুল অবকাশ
মিথ্যে মরিচীকা যত আশ্বাস
তবুও বাসব ভালো রেখো বিশ্বাস।

Post a Comment

0 Comments