** মন পোষা কবুতর **




** মন পোষা কবুতর **
* রুমি চৌধুরী *

মাঝে মাঝে ইচ্ছে করে............
তোমার সাথে হারিয়ে যাই কোন দূর স্বপ্নলোকে।
ইচ্ছের প্রজাপতিগুলো যেখানে থাকবে স্বাধীন
নিয়মভাঙা ভোরের আলোকে।
শৃঙ্খলে বন্দী হয়ে ডানা ঝাপটাবেনা
মন পোষা কবুতর।
এই আমি আর সেই আমিতে
থাকবে ব্যবধান বিস্তর।
জনমানবহীন সেই দ্বীপে শুধু তুমি আর আমি।
অফুরন্ত ভালোবাসার অনন্ত জোয়ারে 
ভাসবো দুজন.........
কুলকুল ঝরণার শীতল জলে
চলবে তুমুল অবগাহন।
তারপর.........
নীলপদ্মের গয়নার অপরূপ সাজে
নিজেকে সাজাব আমি।
আর তোমার অপলক দৃষ্টির আগুনে
পুড়ে ভস্ম হয়ে
লজ্জায় লুকোব মুখখানি।
জোছনার রুপোলি আলো সন্ধ্যাপ্রদীপ জ্বালবে
পারিজাত ফুলের পাপড়ি বিছানো ঘরে।
প্রেমের উষ্ণতায় মন প্রাণ সঁপে দিয়ে
ভাসব দুজন এক সুখের সাগরে।

Post a Comment

0 Comments