** এক মুঠো সুখ **
* রুমি চৌধুরী *
আমায় একমুঠো সুখ দেবে?
কতোদিন সুখের পায়রা দেখিনা!
আমায় একফালি শান্তি দেবে?
অনেকদিন শান্তি চোখে দেখিনা!
সুখের পায়রা দেখব বলে
কত যে বিনীদ্র রজনী কাটিয়েছি।
জীবনের অগোছালো অধ্যায়গুলো
পরিপাটি করে গোছাতে চেয়েছি।
শান্তির প্রজাপতি ধরব বলে
কত যে কাঁটা বিছানো পথ হেঁটেছি।
সময়ের খামখেয়ালিপনায়
হয়তো তাকে চিরতরে হারিয়েছি।
সুখ-শান্তির বদ্ধ দরজায়
অগনিতবার কড়া নেড়ে গেছি।
হয়তো আমারই ভেতরের কোন নির্দয় আমি
তাদের গলাটিপে হত্যা করেছি।
আজ চারিদিকে শুধু হাহাকার শুনি
বেড়ে গেছে শকুনীর উৎপাত।
বিষাদের কালোপেঁচা রাতভর ডেকে চলে
আসেনা শান্তিভরা সুখের প্রভাত।
(আমার এক প্রিয়জনকে উৎসর্গীকৃত )
0 Comments