** দুই কালপ্রিট **
* রুমি চৌধুরী *
ইদানিং স্বপ্নগুলো বড্ড বেশী বেহিসেবী হয়ে গেছে।
কাঁটাতারের বেড়া দিয়ে যতই সীমানা টানি
ততই তারা বেপরোয়া হয়ে উঠছে।
ক্রমান্বয়ে তারা রঙ পাল্টাচ্ছে, রূপ পাল্টাচ্ছে।
কখনোবা শরতের সাদা মেঘের
ভেলায় ভেসে বেড়াচ্ছে।
আবার কখনো পূবালী হাওয়ার তোড়ে
দূর অজানায় মিশে যাচ্ছে।
কখনোবা রঙধনুর সাতরঙে রঙিন হচ্ছে।
আবার কখনো চাঁদের বুড়ির সাথে
মিতালি পাতিয়ে চড়কায় সুতো কাটছে।
তারা মানছেনা বাস্তবতার দোহাই
মানছেনা নিয়মের শৃঙ্খল।
এখন আবার তারা আমার
কল্পনাগুলোকেও চুরি করে নিয়েছে।
স্বপ্ন আর কল্পনা
মিলেমিশে একাকার হয়ে
আমার বাস্তবতাকে ভেঙে চুরে
চুরমার করে দিচ্ছে।
অসহায় এই আমি......
বাস্তবতা থেকে ছিটকে গিয়ে
কখনোবা স্বপ্ননদীতে সাতার কাটছি
আবার কখনো কল্পনার মায়াজালে জড়িয়ে
অচিন দেশের রাজকন্যা হচ্ছি।
আমি না পারছি স্বপ্নকে দূরে সরাতে
না পারছি কল্পনাকে এড়িয়ে যেতে।
অদ্ভুদ দোটানায় যখন আমি বিলীন হচ্ছি
ঠিক তখনি বাস্তবতা তার রক্তচক্ষু নিয়ে
সামনে এসে দাঁড়ায়।
আর ঐ দুই কালপ্রিট
আমাকে একা অপরাধী সাজিয়ে
মনের আনন্দে পালিয়ে বেড়াচ্ছে।
0 Comments