** ছায়াসঙ্গী **
* রুমি চৌধুরী *
আমি আছি তোমার পাশে সকল কিছুর মাঝে,
ছায়ার মত সঙ্গী হয়ে আছি সকাল সাঝে।
শিশির ভেজা শিউলি তলার কোমল দূর্বা ঘাসে,
ঘুম ভাঙানো অলস ভোরেও আছি তোমার পাশে।
ধোঁয়া উঠা গরম কফির শেষ চুমুকেও আছি,
মেরুন রঙা শার্টের ভাজেও থাকি কাছাকাছি।
ব্যস্ত দুপুরে কাজের ফাঁকে স্বস্তি খোঁজ যখন,
শীতল পরশে পরম আবেশে ভেজাই তোমার মন।
শান্ত বিকেলে লেকের পাড়ে আড্ডামুখর ক্ষণে,
পারফিউমের কড়া গন্ধেও আছি তোমার সনে।
রিডিং রুমে বইয়ের মাঝে যাও যদি হারিয়ে,
সঙ্গ দিই জীবনানন্দের বনলতা হয়ে।
ব্যালকনিতে টবে রাখা বনসাঁইদের ঝাঁকে,
আছি আমি চাঁদনী রাতে উদাস তোমার চোখে।
লুকিয়ে আছি মিষ্টি মুখের দুষ্ট হাসির আড়ালে,
ভোরের স্বপ্নে হাত বুলাই এলোমেলো চুলে।
তোমার সকল সুরের মায়ায়, সকল গানের ছন্দে,
জড়িয়ে আছি ভালোবাসায় নব হাসি আনন্দে।
0 Comments