** স্বপ্ন না সত্যি **


** স্বপ্ন না সত্যি **
* রুমি চৌধুরী *

একটা সময় ছিল যখন
তোমায় শুধু দূর থেকেই দেখতাম।
দূর থেকে দেখেই মনের সাধ মেটাতাম
ভালো লাগার কাশফুলগুলো
পূবালী হাওয়ায় দোল খেত।
আর আমার মনকে ভিজিয়ে দিত
অপূর্ব শিশিরের সিক্ততায়
যখন তোমার দেখা পেতাম।

তোমার কাছাকাছি যাওয়ার দুঃসাহস
কোনদিনও হয়নি আমার
কারণ আমার কাছে তুমি ছিলে
একটা নক্ষত্রের মতো
যাকে শুধু দূর থেকেই অবলোকন করা যায়।
তাই শত যোজন দূরত্বে থেকেই 
তোমার কথা ভাবতাম।

অথচ স্বপ্নগুলো এতই অবাধ্য ছিল........
শুধুই তোমায় কাছে পেতে চাইত
তোমাকে ওই আকাশ থেকে নামিয়ে
ঠিক আমার পাশে এনে বসাত।
গল্প আর খুনসুটিতে মেতে উঠত
ভালোলাগা- ভালোবাসার কথা বলত।

তবে স্বপ্নের ওই অবাধ্যতাকে
আমি খুব যত্নেই প্রশ্রয় দিতাম।
কারণ বাস্তবে না হোক
স্বপ্নেতো তোমায় কাছে পেতাম।

হঠাৎ একদিন - কোন এক মাহেন্দ্রক্ষণে
স্বপ্ন আর কল্পনাকে বহু দূরে ফেলে রেখে
আমি বাস্তবেই তোমায় পেয়ে গেলাম।
আরে ! একি স্বপ্ন না সত্যি !
নাকি আমার অবুঝ মনের 
অলীক অধরা কল্পনা ?
দূর আকাশের ধ্রুবতারাটা আজ
আমারই কাছে ধরা দিয়েছে !
আমি বুঝতে পারিনা
এখনও সত্যিই বুঝতে পারিনা।

Post a Comment

0 Comments