** মন ভালো নেই **


** মন ভালো নেই **
*রুমি চৌধুরী *

আজ মন ভালো নেই
ভালো লাগেনা কিছুতেই
কালো মেঘে ছেয়ে আছে আকাশটা।

বৃষ্টি ভেজা কাক
বিষন্ন হয়ে থাক
উদাসীন বইছে বাতাসটা।

আমার এ মনের কোণে ধরেছে যে জং
ব্যথায় বর্ণহীন ফ্যাকাশে,
পলাশের ডালে তাই নেই কোন রঙ
বিবর্ণ হয়ে গেল নিমেষে।

নীড় হারা পাখি আজ 
নীড় খুঁজে না পায়,
পথ হারা পথিকের বোবা কান্নায়।

বন্ধুর আড্ডায় মন বসেনা
পানসে মনে হয় বইয়ের পাতা,
স্রোতের বিপরীতে চলছি আমি
শূন্য পড়ে রয় কবিতার খাতা।

অন্ত্যমিল নেই গানের ছন্দে
পাইনা আগের সেই আবেশটা।
জীবনের সব ফুল 
অবেলায় ঝরে গিয়ে
হারালো তার সুবাসটা।।

Post a Comment

0 Comments