** ভালোবাসার মূল্য চাই **
* রুমি চৌধুরী *
এই যে আমি তোর হাসিটা সকাল সাঝে খুঁজি,
এই যে তোর চাঁদ মুখটা দেখতে চাই রোজই,
তুই কি তাতে বিরক্ত হোস বুঝি?
এই যে তোর গায়ের গন্ধে মাতাল হয়ে যাই,
এই যে তোর চুলের ভাঁজে আঙুল বোলাতে চাই,
কতটা ভালোবাসি তোরে কি করে বোঝাই?
এই যে তোরে রাখতে চাই বুকের পাঁজরে,
এই যে তোরে জড়াতে চাই গভীর আদরে,
পাষাণ মনটা কি তোর কিছুই বোঝেনা রে?
এই যে তোর চোখের ভাষা পড়ে নিতে চাই,
মনের গোপন কুঠুরীতে একটুকু ঠাঁই চাই,
তোর কাছে এর কোন মূল্য নাই?
0 Comments