** জীবন কি? **


** জীবন কি? **
* রুমি চৌধুরী *

জীবন সেতো উজান স্রোতে বয়ে চলা নদী, 
সাগর পানে আনমনে সে ছুটে নিরবধি।

জীবন সেতো সুনীল আকাশ , একচিলতে আলো,
এই বুঝি তার কষ্ট ভীষণ, এই বুঝি তার ভালো।

জীবন সেতো পিছলে পড়া পদ্ম পাতার পানি,
নিরাশার অবাধ জলে আশার হাতছানি।

জীবন সেতো নীল জোছনা, আকাশ ভরা তারা,
আবার কখনো অমাবস্যায় হয় দিশেহারা।

জীবন সেতো কষ্টে থেকেও মুখে হাসির দোলা,
শত দুঃখেও কুশল জবাব 'ভালো আছি' বলা।

জীবন সেতো লক্ষ কোটি তারার সম্মেলন,
তবুও একটা চাঁদের আলোর স্রোতে ভাসাই প্রাণমন।

জীবন সেতো চলার পথে হঠাৎ পাওয়া দেখা,
মনের মাঝে ইচ্ছেমত তারই ছবি আঁকা।

জীবন সেতো চাওয়া পাওয়ার হিসেবে গরমিল,
ডেবিট ক্রেডিট যতই মিলাও হয়না অন্ত্যমিল।

Post a Comment

0 Comments