** নারী **
* রুমি চৌধুরী *
নারী
তুমি কি কেবলি নারী ?
তুমি কি মানুষ নও ?
তুমি কি মানুষ হতে পারো না ?
তুমি কি শুধুই যন্ত্রমানবী ?
তোমার কি মন আছে ?
তোমার মনের অচিন দেশের খবর
কেউ কি কখনো রাখে ?
তুমি তো শুধুই শরীরসর্বস্ব একটা প্রাণী।
তাই তোমার শরীরের এত কদর।
তাইতো তুমি মূল্যবান একটা পন্য।
তোমার এই শরীর নিয়ে
দেশে বিদেশে কত আলোচনা - সমালোচনার ঝড়
তুমি কি রাখ সে খবর ?
হাজারটা ' না ' থেকেই তো তোমার জন্ম
উঠতে , বসতে , চলতে , ফিরতে
শুধু না না না।
ওখানে যেওনা , এটা করোনা
এসব গৎবাঁধা বুলি শুনতে শুনতেই তো
তুমি বড় হলে।
তুমি কি জান কোথায় তোমার অস্তিত্ব?
তা কি শুধুই ঐ নিবিড় গৃহকোণে ?
রাস্তায় , ফুটপাতে , মার্কেটে কিংবা গাড়িতে
কোথায় তোমার নির্বিঘ্নতা ?
সেই কাকডাকা ভোর থেকে মাঝরাত অবধি
চলে তোমার কর্মচঞ্চলতা
তুমি কি পেয়েছ এ কাজের কোন স্বীকৃতি?
পেয়েছ কি কখনো পুরুষের সম অধিকার ?
করেছ কি কখনো এর কোন প্রতিবাদ?
না না না , কখ্খনো না।
প্রতিবাদ ? সে তোমার কর্ম নয়
তুমি যদি মুখ তুলে কথা বল
তো মহাভারতের শুদ্ধতাই নষ্ট হবে।
কারণ এ জগত সংসারের কেউই তোমার নয়
তোমার স্বগোত্রীয় নারীরাই যে সর্বাগ্রে
তোমার দিকে তুলবে আঙুল।
তাই ধৈর্য্য এবং সহ্য
এই শব্দ দু'টোকে ভালোভাবে চিনে রাখ
কারণ এই শব্দ দু'টোই তোমার রক্ষাকবচ
এরাই যে তোমায় আমৃত্যু সঙ্গ দেবে।।


0 Comments