** চন্দ্রগ্রহন **


** চন্দ্রগ্রহন **
* রুমি চৌধুরী *

ভরা পূর্ণিমা রাতে আলোকিত পৃথিবী 
নীল জোছনার নীলাম্বরীতে মধুর চারপাশ,
জোনাকীর মিটিমিটি আলোর অপ্সরা রূপে
বিভোর করছে মন হাসনাহেনার সুবাস।

এ রাতের এত রূপ এ অপরূপ শোভা
সুন্দরতম হোক যত উপকরন,
অসম্পূর্ণ মনে হয় তোমায় ছাড়া
মনের আকাশে লাগে চন্দ্রগ্রহণ।

শেষ হয়না মোর এ পথ চাওয়া
অন্তহীন পথচলা হয়না সারা,
নিঃস্বঙ্গ জীবনের ভয়াল থাবায়
সঙ্গী শুধু হয় ঐ ধ্রুবতারা।

নিশ্চুপ নিরালার বোবা কান্নায়
নির্ঘুম কাটে রাত কত যাতনায়,
চাইনা কিছু আর ঐ বিধাতার কাছে
সর্বস্ব পেয়ে যাব পাইলে তোমায়।

Post a Comment

0 Comments