** অসহ্য সুন্দর **


** অসহ্য সুন্দর **
* রুমি চৌধুরী *

তোমার সাথে কাটানো মূহুর্তগুলো
আমার জীবনের সেরা মূহুর্ত।
জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর সব
তোমার সাথেই জড়িয়ে আছে।

ভালোলাগার রঙিন ঘুড়িগুলো
উড়িয়ে দিই স্মৃতির আঙিনায়।
কল্পনার ফানুসগুলো বাস্তবের 
ফ্রেমে বন্দী হয়
যতক্ষণ তোমার সাথে থাকি।
ঘুমন্ত স্বপ্নগুলো অবহেলায় ছুঁড়ে ফেলে দিই
সুন্দর বাস্তবতায় যখন তোমাকে দেখি।

কৃষ্ণপক্ষের আঁধার ভেঙে
শুক্লাপঞ্চমীর চাঁদ উঠে
মনের আকাশ জুড়ে
যখন তুমি সামনে এসে দাঁড়াও

মেঘভাঙা রোদের মত
সোনাঝরা আলোসম
একফালি সুখ নিয়ে দু'হাত বাড়াও।

তোমার চোখের তারায় অরন্য খুঁজি যবে
দৃষ্টি মেলে দেখি তোমার অসহ্য সুন্দর।

Post a Comment

0 Comments