** তোমার সাথেই যত অভিমান **
* রুমি চৌধুরী *
তোমার সাথেই যত অভিমান
তোমাতেই ভালোবাসা,
তোমার কাছেই কষ্ট আমার
তোমাতেই যত আশা।
কত আর সইব বল
এই দোটানা?
কবে হবে এর অবসান
মনতো মানেনা মানা।
রক্ত গঙ্গা বয়ে চলে
এই বুকের ভিতরটায়,
আশা নিরাশার দোলাচলে
জীবন বয়ে যায়।
0 Comments