** নির্জনতার সুখ **


** নির্জনতার সুখ **
*রুমি চৌধুরী*

নির্জনতা আমার বড্ড ভালো লাগে
কারণ এই নির্জনতায় এলেই
তোমায় আরো বেশী কাছে পাই।
তোমার হাতের স্পর্শ পাই
গায়ের গন্ধ পাই
আর তোমার চুলের ওই মিষ্টি সুঘ্রাণে
আমি বড় বেশী বিভোর হয়ে যাই।

নির্জনতা আমাকে বড্ড কাছে টানে
সবুজ প্রকৃতি আমাকে আকুল করে।
মাতাল হাওয়ায় কৃষ্ণচূড়ার বনে
আটকে থাকে চোখ।
কাশফুলেরা হাতছানি দিয়ে ডাকে
কোন এক শিউলি ফোঁটা ভোরে।

নির্জনতায় আমি পথ হারাই
অনেকটা ইচ্ছে করেই হারাই।
কারণ কল্পলোকের অসীম সুখের মত
নির্জনতার সুখটাও যে
আমি গভীরভাবে পেতে চাই।

হঠাৎ সব নির্জনতার দেয়াল ভেঙে
একদল ঘাসফুল আমাকে পিছন থেকে ডাকে।
আচ্ছন্নের মত ফিরে তাকাতেই দেখি
সর্ষে ফুলের মত হলুদ আভা নিয়ে
দাঁড়িয়েছ তুমি, একগুচ্ছ রজনীগন্ধা হাতে
আমি হাঁটুগেড়ে বসি ঘাসফুলদের ঝাঁকে
চুপি চুপি বলি- অনেক ভালোবাসি
তোমাদের, আর ঐ স্বপ্নকুমারকে।।

Post a Comment

0 Comments