** অনন্ত অপেক্ষা **
* রুমি চৌধুরী *
অপেক্ষার প্রহরগুলো কেন এত দীর্ঘ?
কেন এত জ্বালা দেয় প্রতিটা মুহূর্ত?
প্রতিটা শ্বাস প্রশ্বাস কত লম্বা মনে হয়।
মনে হয় যেন অনন্তকাল আমি বসে আছি
সেই মহাকালের অপেক্ষায়।
মহাশূন্যের সব শূন্যতা যেন
গ্রাস করে আছে আমাকে।
এই একাকীত্বের কি কোন শেষ নেই?
এই নিশ্বঙ্গতার কি কোন ইতি নেই?
একরাশ কথার ফুলঝুড়ি নিয়ে
যদি তুমি আসতে,
ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে
যদি পাশে বসতে,
তবে সেই মাহেন্দ্রক্ষণটির জন্য আমি
অপেক্ষা করতে রাজী আছি
যুগ যুগ ধরে,
তা সে অনাদিকালই হোক,
বা অনন্তকালই হোক।


0 Comments