** নারীর ঠিকানা **
*রুমি চৌধুরী*
তোমরা কি কেউ বলতে পারো
কোথায় আমার ঠিকানা?
কোথায় বাড়ী, কোথায় ঘর
আজও আমার অজানা।
যখন আমি ছোট ছিলাম
ছিলাম বাপের বাড়ী,
বড় হলাম, বিয়ে হলো
গেলাম শ্বশুড় বাড়ী।
এরপরেতো স্বামীর ঘরে
পেলাম আমি ঠাঁই,
বুড়োকালে ছেলের বাড়ী
এখন কোথায় যাই?
সারাজীবন খুঁজে ফিরি
নিজের একটা ঠিকানা,
মরার পরে চিতার আগুন
সেইতো আমার সীমানা।।
0 Comments