** এমন বরষা দিনে **
*রুমি চৌধুরী*
এমন বরষা দিনে, কেন যে মন টানে
মন চলে যায় সুদুরে।
এমন বাদল দিনে, কি জানি কেন যে
প্রাণের সুরভি ঝরে।
বৃষ্টি ধোয়া হাওয়া এসে, ছুঁয়ে যায় ভালোবেসে
প্রাণ করে যায় উদাসী চঞ্চলা।
মন ময়ুরী পেখম মেলে, কিছু কথা যায় বলে
রঙিন আবেশে হই উতলা।
হঠাত্ আলোর ঝলকানি, মনে পড়ে তার মুখখানি
কল্পনাতে কাছে তারে পাই।
শ্রাবনের এই ঝরনাধারা, কেন করে দিশেহারা
অকারণে পথ চেয়ে রই।
অথৈ জলের এই প্লাবনে, খুশির জোয়ার বইছে মনে
ভিজে হয়েছি একাকার।
মন নদীর ওই উজান ভাটায়, প্রেমের তরী ছুটে চলে যায়
বৃষ্টির সাথেই আমার গোপন অভিসার।
0 Comments