** অন্তরালের ব্যথা **


** অন্তরালের ব্যথা **

* রুমি চৌধুরী *

তোমরা সবাই দেখ শুধু আমার মুখের হাসি
সেই হাসিটির অন্তরালে 

কতখানি আগুন জ্বলে
কেউ দেখনা কত রাত্রি নয়ন জলে ভাসি।
দুঃস্বপ্নের পায়রাগুলো মনে বাসা বাঁধে
কষ্টগুলো দ্বিগুন ব্যথায় নীরব সুরে কাঁদে।
প্রতিনিয়ত হৃদয়ে বাজে নীরব রক্তক্ষরণ
যন্ত্রণা আর ব্যথাগুলো ছেয়ে থাকে মন।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে থাকা দায়
অনন্ত পথ পাড়ি দিতে মন নাহি চায়।
হতভাগ্য জীবনতরী উজান খুঁজে চলে
অতৃপ্তির পাহাড়গুলো আশার কথা বলে।
একফালি সুখের আশায় মন আজ উদাসী
অধরা ঐ সুখপাখিটাও বাজায় দুঃখের বাঁশি।

Post a Comment

0 Comments