** ভালোবাসার সংজ্ঞা **
*রুমি চৌধুরী*
ভালোবাসা মানে উজার করে
মনের কথা বলা,
ভালোবাসা মানে হাতে হাত ধরে
নিরন্তর পথ চলা।
ভালোবাসা মানে একটু ছোঁয়ায়
অনাবিল সুখ পাওয়া,
অনুভবের জোয়ার ভাটায়
শুধুই ভেসে যাওয়া।
ভালোবাসা মানে ঘোর অমানিশায়ও
জোছনা ভেজা রাত,
শত বিপদেও বাড়িয়ে দেওয়া
নিভরতার হাত।
ভালোবাসা মানে একটু বিরহে
চোখেরই জল ফেলা,
ভালোবাসা মানে চরম দুঃখেও
সুখের ডানা মেলা।
0 Comments