** সুখ মানে কি? **
*রুমি চৌধুরী*
সুখ মানে কি?
সুখ মানে কি শুধুই ভালো থাকা?
নাকি এর চেয়েও বেশি কিছু?
সুখ মানে কি প্রাসাদের মত বাড়ী?
নাকি এসি লাগানো গাড়ী?
নাকি দু'বেলা দু'মুঠো খেয়ে পরে
বেঁচে থাকার নামই সুখ?
সুখ মানে কি প্রিয়ার হাতটি ধরে
মুখোমুখি বসে থাকা?
নাকি কোন প্রবাসীর বউয়ের
জানালার গ্রীল ধরে তৃষিত চেয়ে থাকা?
সুখ মানে কি তরুণ দম্পতির
অবাধ খুনসুটি আর ভালোবাসাবাসি?
নাকি মায়ের কোলের অবুঝ শিশুটির
ঐ সরল মুখের হাসি?
সুখ মানে কি স্বামী-সন্তানের নিরাপদে থাকা, নির্বিঘ্নে ঘরে ফেরা?
নাকি উদ্দাম তারুণ্যের ভয়হীন যাত্রা
আর যৌবনের জয়ধারা?
আসলে সুখের সংজ্ঞাটা বড়ই কঠিন,
বড়ই আপেক্ষিক,
অল্প সুখে সুখী যারা
তারাই হয়তো ঠিক।
0 Comments