** শিরোনামহীন **


** শিরোনামহীন **
*রুমি চৌধুরী*
যতটা কাছে এসেছি তোমার,তার চেয়ে অনেক দূরে যেতে পারি,
আমাকে বিরহের ভয় দেখিও না,বিরহকে আমি বেশ ভালভাবে জানি|
যতটা আঘাত দিতে চাও আমায়,তার চেয়ে কিছু বেশি দিতে পার,
আমাকে আঘাতের ভয় দেখিও না,আঘাতকে আমি সঙ্গী বলে মানি|
কষ্টের উপর কষ্ট জমে জমে,একটা পাহাড় হয়ে গেছে প্রায়,
আমাকে কষ্টের ভয় দেখিও না,কষ্টকে আমি খুব কাছ থেকে চিনি|
বার বার মরার চেয়ে, একবারে মরে যাওয়াই ভালো,
তবুও আমি বার বার মরি,মৃত্যু যন্ত্রণা আমি হারে হারে চিনি|

Post a Comment

0 Comments