** কষ্টের কবিতা **
*রুমি চৌধুরী*
জানো,আমার হরেক রঙের কষ্ট আছে|
কোনটা আঁধারের মতো কালো,
আর কোনটা আকাশের মত নীল|
আবার কিছু আছে গোলাপের মতো লাল,
আর কিছু তারার মত ঝিলমিল|
কোন কোনটা আবার বৃক্ষের মতো সবুজ,
আবার কোনটা কচি শিশুর মতো অবুজ|
সাগরের মতো বিশাল কষ্টও আছে|
আছে বৃষ্টির ফোটার মতো রিমঝিম|
কিছু আছে কাশফুলের মতো সাদা|
আবার কিছু মেঘের মতো ধূসর ছাই বর্ণের|
আবার কখনো কখনো কি হয় জানিনা,
কষ্টগুলোর তখন আর কোন রঙ থাকেনা|
পানির মতো রংহীন, বর্ণহীন,গন্ধহীন
এই কষ্টগুলোর তখন কোন অর্থই খুঁজে পাইনা||


0 Comments