** ভালোবাসার অতন্দ্র প্রহরী **


** ভালোবাসার অতন্দ্র প্রহরী **
*রুমি চৌধুরী*

এখনো তোমায় ভালো চিনতে পারিনি
অথচ রাতদিন অষ্টপ্রহর তোমার সাথেই আছি।
তোমাকে এখনো ভালো বুঝতে পারিনি
ভালোবাসার কানাকড়িও মূল্য নেই জানি
অথচ ভালো লাগে থাকতে কাছাকাছি।
কাছে আসলে বিরক্ত হও তাও বেশ বুঝি
তবুও পাগলের মতো তোমায় ভালোবাসি।
অথচ বার বার তোমার কাছেই আসি।
যন্ত্রণাতে কাতর কর, কষ্টে কর নীল
হয়তো তুমি ওদের মতো খুবই সাধারণ
তবুও তোমায় অসাধারণ ভাবি।
অনন্ত ইচ্ছা আর অতৃপ্ত বাসনা নিয়ে 
তবুও আমি আনমনে আঁকি তোমার ছবি।
নিজের খেলার জগত নিয়ে মহাসুখে আছো
সারাজীবন এমনি থাকো শুভকামনা করি
বেঁচে আছে ভালোবাসার অতন্দ্র প্রহরী।

Post a Comment

0 Comments