** শকুনের চোখ **
* রুমি চৌধুরী *
চোখ তুলে একটু উপরে দেখো না।
শকুনের চোখ নাকি নিচের দিকেই থাকে
তোমারও তো দেখি শকুনের মতো
খালি নিচের দিকেই চোখ।
উপরে তাকাও না। আকাশ দেখো
নক্ষত্র দেখো, ধ্রুবতারা দেখো
চাঁদের কলংক দেখো, রঙ্ধনু দেখো।
নিচের দিকে তাকাও বলেই তো
ঘাসফুলগুলো ভীত থাকে, আতংকিত থাকে
কখন তার চৌদ্দগুষ্টি ধরে উপড়ে ফেলো।
নিচের দিকে তাকাও বলেই তো
ও বাড়ির কাজের মেয়ে রমিজা
ভুল রাতে ফুলবতী হয়।
নিচের দিকে তাকাও বলেই তো
প্রতিবন্ধী ঐ নাম না জানা মেয়েটি
গর্ভস্রাবে পথ রাঙায়, গোঙায়।
কই? তখন তো চোখ নিচে নামাও না?
মনে মনে তো এ ই বলো -
গা থেকে ধুলো ঝাড়লে কী কেউ
শখ করে আবার ধুলো লাগায়?
0 Comments