** অপবিত্র সম্পর্কের ছল **
* রুমি চৌধুরী *
বছরের পর বছর ধরে
দু'জন মানব- মানবীর নিতান্তই বয়ে নিয়ে যাওয়া
প্রেমহীন সম্পর্ককে ওরা বলে ' পবিত্র '
আমি বলি - " না "
প্রেমহীন সম্পর্ক কি কখনো পবিত্র হতে পারে?
বরং এটিই ঘুণে ধরা সমাজের
সবচেয়ে অপবিত্র সম্পর্কের ছল।
যেখানে থাকেনা কোন প্রেমের আকুতি
থাকেনা কোন আন্তরিক চাওয়া-পাওয়া
থাকেনা নিবিড় অনুভূতির লেশমাত্র
থাকে শুধু একগাদা দায়িত্বের বোঝা
আর নিছক কিছু দৈনন্দিন অভ্যেস
কী করে পবিত্র হয় সে সম্পর্কের শিকল?
একই ছাদ, একই শোবার ঘর
অথচ মনের দূরত্বে যোজন যোজন পর
এই যদি হয় সামাজিক বৈধতার রীতি!
এই যদি হয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি!
তবে কী দরকার এই চাপানো ছলচাতুরীর?
কী দরকার এই ঝরে পড়া শুকনো পাপড়ি শতদল?
"সমাজের যেসব নরনারী নির্মম বাস্তবতার শিকার হয়ে অদৃশ্য ভাগ্যকে মেনে নিয়ে বাধ্য হয়ে একটা সম্পর্ক টিকিয়ে রাখে, আমার আজকের কবিতাটি তাঁদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম।"
0 Comments