* বাপের নাম *


** বাপের নাম **
* রুমি চৌধুরী *
জন্ম ভিখারি ঘরে নোংরা নর্দমায়
বেড়েছি বস্তিমুখের অশান্ত চিপায়।
বছর পাঁচেক পরেই মায়ের অন্তর্ধান

সেই থেকে ডাস্টবিনেই অন্নসংস্থান।
দেখিনি কখনো চোখে বাপটারে হায়!
নামটাও বলেনি পোড়ামুখী মা'য়।
মনে মনে মা'টারে খুব দিই গালি
বাপটার ঠিকানাটা কেন না দিলি?

শরীর বেড়েই চলে মানেনা বারণ
তারই বা দোষ কী? বয়সটাই কারণ।
ভীড় করে চারিদিকে হায়েনার দৃষ্টি
বাড়ন্ত শরীরটাই যত অনাসৃষ্টি। 
ক্ষুধায় জোটেনা ভাত, পরনে কাপড়
তবুও রেহাই নেই! পশুর কামড়।
হেন কোন লোক নেই গায়ে দেয়না হাত
দেহটা খায়না ছিঁড়ে হেন নেই রাত।

এখন বুঝতে পারি পোড়ামুখী মা'য়
বাপের নামটা কেন বলেনি আমায়।


Post a Comment

0 Comments