** আদিমতার গন্ধ **
* রুমি চৌধুরী *
মহাজাগতিক পরিক্রমার তোড়ে
আদিমতার শক্ত পাহাড় ডিঙিয়ে
আজ আমরা এসে পৌঁছেছি সভ্যতার মূল মঞ্চে।
পৃথিবীটাকে ধুয়ে মুছে
ভেতরের কলকব্জা পালটে
হাজারো পরিবর্তনের ছোঁয়া দিয়ে
রঙ রূপের পসরা সাজিয়ে
আমরা গড়েছি মনের মত এক ধরিত্রী।
সংবিধান, জাতিসংঘের বৈঠক
মিছিল, মিটিং, সভা সেমিনার
নিত্য নতুন আবিষ্কার
পারমাণবিক পরীক্ষণ...
এক কথায় আধুনিকতার সর্বোচ্চ পর্যায়!!
শুধু পারিনি আমাদের গা থেকে
আদিমতার সেই গন্ধ ঝেড়ে ফেলতে!
পারিনি আমাদের মন থেকে
বন্যতার হিংস্র রূপটা মুছে ফেলতে!
আফসোস! এত পরিবর্তনের পরেও
ভেতরে ভেতরে আমরা সেই আদিমই রয়ে গেলাম!!
0 Comments