* রুমি চৌধুরী *
এখন আমার সমস্ত ব্যস্ততা জুড়ে থাকে
তোমাকে ভুলে থাকার প্রাণান্ত চেষ্টা।
দৃশ্যমান 'তুমি'র চাইতে অদৃশ্য 'তুমি'ই যে
বড্ড বেশি তাড়িয়ে বেড়াও আমায়।
দৃশ্যমান 'তুমি' তো সেই কবেই অদৃশ্য হয়েছ
আমার বৈসাদৃশ্যের জগত থেকে।
এখন শুধু 'অদৃশ্য' তোমাকেই অদৃশ্য করার পালা।
তাই ঘড়ির কাঁটা কয়েক ঘন্টা এগিয়ে দিয়ে
ব্যস্ততার চেয়েও বেশি ব্যস্ততা খুঁজি পেন্ডুলামের মত।
কিন্তু হায়!! ব্যস্ততা ঠিকই বাড়ে।
শুধু অদৃশ্য সেই 'তুমি' আরো সুদৃশ্য হয়ে
আধিপত্য ছড়াও আমার বৈসাদৃশ্যের জগতে।
0 Comments