** সবটুকু চাই **


** সবটুকু চাই **
* রুমি চৌধুরী *
আমায় একটু জল দেবে?
বড়ই তৃষ্ণার্ত আমি -
না, না, ওইটুকু জলে হবে না
আমার একনদী জল চাই।

আমায় একটু ভালোবাসা দেবে?
ভালোবাসার কাঙাল আমি - 
না, না, ওটুকু ভালোবাসায় হবে না
আমার একবুক ভালোবাসা চাই।

দেবে তো সবটুকু দাও, না দিলে নাই
অল্পতে মন ভরে না, আমি সবটুকু চাই।

Post a Comment

0 Comments