** আমি আর নারী **
* রুমি চৌধুরী *
আমি তোমার চোখের তৃষ্ণাকে
ভালোবাসা ভেবে ভুল করি।
ওটাতো কোন আদর্শ প্রেমিকের
প্রকৃত ভালোবাসা নয়।
ছিল কামনামদির, উদ্দাম পুরুষের
গোপন, লাম্পট্য গ্রীবা।
আমি তোমার হাতের ছোঁয়াকে
প্রেমের স্পর্শ ভেবে ভুল করি।
ওটাতো কোন আলতো ছোঁয়ার
পাপড়ি ফোঁটানো নয়।
ছিল হিংস্র দানবের দানবীয় রূপের
লোলুপ, রাক্ষুসে থাবা।
অন্ধ এই আমি.....
তোমার নেশায় বুদ হয়ে থেকে
এতই মগ্ন ছিলাম,
তোমার ভেতরের ঐ কুৎসিত তোমাকে
কখনো না দেখলাম।
ভুল করি, শুধুই ভুল করি।
মানব চিনতে ভুল করি।
আবার দানব চিনতেও ভুল করি।
মানবরূপী দানবগুলোরে
চিনতে বারবার ভুল করি।
সব নারীরাই ভুল করে।
পিশাচরূপী হায়েনার হাতে
নারীরা তাইতো বারবার মরে।
ছবি কৃতজ্ঞতাঃ বিজেত্রী বড়ুয়া


0 Comments