** তোমাকে ভাবলে **
*রুমি চৌধুরী*
তোমাকে ভাবলে.....
এক আকাশ তারা ফোটে
বুকের অলিন্দ জুড়ে।
ইচ্ছে করে চাঁদ হই
চাঁদের রুপালি জোৎস্না হয়ে
জড়িয়ে থাকি তোমার ভাবনায়।
তোমাকে দেখলে......
বুকের ভেতর মাদল বাজে।
রামপ্রসাদী গীত ধরে
ইচ্ছে করে দু'এক চরণ
মাদক ভরা কাব্য লিখে
হল্লা করে ফেরি করি
অন্তহীন ভালোবাসায়।
তোমার কাছে আসলে....
প্রতিবারই আমি মরে যাই।
মরে গিয়ে শুদ্ধ হই
ইচ্ছে করেই বারবার মরি।
তোমার আগুনে যদি আমার মুখাগ্নি হয়?
হোকনা তবে- সেই আশায়।
0 Comments