* বিপ্লবী নজরুল *


** বিপ্লবী নজরুল **
*রুমি চৌধুরী*
হে কবি, তোমায় স্মরি স্নিগ্ধ অন্তরে,
অগ্নিবীণার সুরলহরীর প্রাণের মর্মরে।
বাঁধনহারা অন্তর মম গাহিছে ভাঙার গান,
বিঁষের বাঁশির করুণ সুরে বাজিছে মৃত্যুবাণ।

আজিকে এমন ক্রান্তিলগনে ফিরে এসো বিদ্রোহী,
ধূমকেতুর প্রলয়শিখা অন্তরে অবগাহি।
শাসকের ক্ষোভের দাবানলে শাসিত সর্বহারা,
এসো হে তুমি রুদ্রমঙ্গল, প্রেমের জিঞ্জিরা।

দূর্দিনের যাত্রী মোরা, সঙ্গী রিক্তের বেদন,
মৃত্যুক্ষুধার জ্বালা নিভাও- তুমি পদ্মভূষণ।
বসন্তের কুহেলিকায় ঝিলিমিলি আলেয়া,
দোলনচাঁপায় খুঁজি তোমায়, তুমি যে মহুয়া।

যুগে যুগে যদি জন্ম নিত বিপ্লবী নজরুল,
অন্যায় আর অত্যাচার হয়ে যেত নির্মূল।


Post a Comment

0 Comments