** উপহাসের বাস্তবতা **
*রুমি চৌধুরী*
একটি খুন, একটি হত্যা
অনেকগুলো স্বপ্নের মৃত্যু
কিছুদিন হাহাকার, হৈ চৈ,
আর্তনাদ, বিপন্ন মানবতা।
মিছিল, মিটিং, সভা- সেমিনার
মানব বন্ধন, তদন্ত কমিটি গঠন।
সরগরম খবরের কাগজ
উত্তাল গরম বক্তৃতা।
তারপর..........
তারপর আবার সব শেষ।
সব আগের মত
পিনপতন, সুনসান নিরবতা।
প্রজন্মের পর প্রজন্ম
এইতো দেখে আসছে।
এইতো চলে আসছে।
এই হচ্ছে উপহাসের বাস্তবতা।
0 Comments