** এই মেয়ে খবরদার **
*রুমি চৌধুরী *
এই মেয়ে খবরদার!
মুগ্ধ চোখে মগ্ন হয়ে
আকাশের পানে চেওনা।
তবে আকাশ তোমার চাঁদমুখটাতে
কলংক লেপে দেবে।
মুক্ত হাওয়ার মুক্তিতে কভু
গা এলিয়ে দিওনা।
তবে বাতাস তোমার দৈন্যতা দেখে
অট্টহাসি হাসবে।
শ্রাবণ মেঘের অঝোর ধারায়
ভিজতে কভু যেওনা।
তবে প্রকৃতি তোমার শরীর নিয়ে
সখের সেতার বাজাবে।
মনে রেখো মেয়ে...
এ আকাশ- বাতাশ, নিকোনো উঠোন
আপন কেউই হবেনা।
সুযোগ পেলেই কৌশলে তার
মরণ কামড় বসাবে।
তাই সময় থাকতে সাবধান হও।
আপন শক্তিতে বিশ্বাসী হয়ে
নিজের গরিমা বাড়াও।
নশ্বর এই প্রতিকূল ধরায়
তবেই টিকে থাকবে।
ছবি কৃতজ্ঞতাঃ বিজেত্রী বড়ুয়া
0 Comments