** বাঁচার ইচ্ছেটা আবারও হারিয়েছি **
*রুমি চৌধুরী*
বাঁচার ইচ্ছেটা আবারও হারিয়েছি।
মনে হচ্ছে পৃথিবীটা বাসের অযোগ্য।
অথবা আমিই এ পৃথিবীতে বাসের অযোগ্য।
এমনই কপাল! আমি যমেরও অরুচি।
খড়খুটোর মতো অনাদরের জীবন
অনিচ্ছায় বয়ে চলা নিতান্তই অর্থহীন।
এ যেন নিজের কাছে নিজেই বলী হওয়া
অথবা অপুষ্ট পথশিশুর অপূর্ণ অনুধাবন।
স্বপ্নেরা মরে গেছে অনেক আগে
চিরে কুরে খেয়ে গেছে শকুনির দল।
উচ্ছিষ্ট যা আছে তাও ভাগাড়ে পঁচে
আর্তনাদের সুর বাতাসে জাগে।
চিতার অনল জ্বলে মনের গোপন ঘরে
কবরের শীতলতা চারপাশ ঘিরে।
ক্লান্তিহীন ডেকে চলে ডাহুক পেঁচার দল
কৃষ্ণপক্ষের আঁধার সারা বছর জুড়ে।
0 Comments