** নীল নীলাঞ্জনা **
*রুমি চৌধুরী*
নীলাঞ্জনা নামে ডেকোনা আমায়
আমি নীলাম্বরীর নীল,
নীল দিগন্তের নীহারিকা আমি,
আমি নীলাচলের সলীল।
আমি ক্ষণে ক্ষণে হই নীলাভ আবার
ক্ষণে হই নিষ্প্রভ,
নির্জল থেকে নির্ঝর হয়ে
করি নির্ঝরিণীর স্তব।
কখনো আমি নিরলস আর
কখনো নিরুদ্দেশ,
নিয়তির ঐ নিয়ামক হয়ে
করি নিখুঁত সন্নিবেশ।
আমি নিরাঞ্জনা, আমি নিরবদ্য
আমি নির্মম উপহাস,
নির্লোভ আর নিরাপদ আমি
নীল সমুদ্র নির্যাস।
নির্দ্ধিধায় আমি নির্মল করি
কখনোবা নীলিমা,
নীলপদ্মের নীল আভাতে আবার
কখনো নিরুপমা।
নিঝুম, নিকষ নিশীথিনী মাঝে
নিবিড় নিবেদন,
নিঃশেষ মাঝে নির্মাণ করি
নিভৃত নিবেশন।
0 Comments