** প্রতারক প্রেমিক **
** প্রতারক প্রেমিক **
*রুমি চৌধুরী*
চন্দন নিলে, ফুলও নিলে
কপালে রাজটীকা নিলে,
পূজার যত উপকরণ
গুনে গুনে সবই নিলে।
মন নিলে, প্রাণ নিলে
রজনীগন্ধার ঘ্রাণও নিলে,
বুকের ভেতর যত্নে রাখা
পবিত্র সব প্রেমও নিলে।
যাবার বেলায় রিক্ত আমায়
শূন্য হাতে ফিরিয়ে দিলে,
যত নিলে তার'চে দ্বিগুণ
কষ্টে এ বুক ভরিয়ে গেলে।
0 Comments