** আমায় ভালোবাসো ? **
*রুমি চৌধুরী*
আমায় ভালোবাসো? ছাই বাসো।
ভালোই যদি বাসো, তবে আমার অবচেতন মন
কেন বলেনা যে তুমি আমায় ভালোবাস?
কৃষ্ণচূড়ার রঙিন পাপড়িগুলো যখন আমার সাথে
হাসাহাসি করে তখন ওরা কেন
বলেনা যে তুমি আমায় ভালোবাসো?
পাশের বাড়ির টিয়েটা যখন তার
লাল ঠোঁট বেকিয়ে কথা বলে, কই?
সেও তো বলেনা তেমন কিছু?
আকাশ, বাতাস, নদী- কই বলেনা তো?
ভালোই যদি বাসো, হ্যাঁ যদি বেসেই থাকো
তবে এত লুকোচুরি কেনগো?
ভালোবাসা কি লুকোবার জিনিস?
আমার কানের কাছেই তোমার যত নাচানাচি?
এমন লুকোচুরি খেলা তো তুমি
যে কারো সাথেই খেলতে পারো।
সব্বাইকে জানিয়ে যেদিন তুমি
চিৎকার করে বলবে তোমার ভালোবাসার কথা
সেদিন দেখো- পৃথিবীশুদ্ধ মানুষকে দেখিয়ে
একশ একটা নীলপদ্ম তোমার পায়ের কাছে
সাজিয়ে রেখে আমিও বলব- " ভালোবাসি "
যে যাই বলে বলুক।
0 Comments