** তৃষ্ণার ইনসমনিয়া **
* রুমি চৌধুরী *
এই ক'দিনে তুমি হঠাত কেমন যেন বদলে গেছ।
এত কাছাকাছি আছ
তবু কোথাও যেন একটা শূন্যতা
বিরাজ করে আমার অনুভবে।
অথচ যখন তুমি ছিলেনা
তখন কী ভীষণরকম ছিলে
আমার চেতনায়, অস্তিত্বে, কল্পনায়।
আর এখন......
অনায়াসে আমি ছুঁতে পারি তোমায়।
তোমার হাত, মুখ, চুল, চিবুক,
তোমার শুস্ক দুটি ঠোট
চাইলেই আমি ছুঁয়ে দিতে পারি।
কিন্তু এই তুমিতো আমার সেই তুমি নও।
যে তোমার একটু চাহনিতে
আমার ভেতর দু'দশটা পাহাড় ভাঙত।
যে তোমার বাঁকা ঠোটের হাসিতে
নেশায় মাতাল হত আমার ষষ্ঠ ইন্দ্রিয়।
যে তোমার সামান্য স্পর্শে
শরীর জুড়ে বয়ে যেত শীতল প্রস্রবণ।
আমার সেই তোমাকে এখন আর
সারাদিনরাত, সারাঘরময় খুঁজেও পাইনা আমি।
তোমার সেই চাহনি, সেই স্পর্শ,
বাঁকা ঠোটের হাসি
সব কিছুই যেন প্রাণহীন, মেকি হয়ে গেছে।
তাইতো বর্তমানের তোমার পাশে থেকেও আমি
আমার সেই অতীতের তোমাকে অনুভব করি
হৃদয়ের সমস্ত অনুভূতি দিয়ে।
আর তৃষ্ণার ইনসমনিয়ায় ভুগি
দিনের পর দিন
মাসের পর মাস
বছরের পর বছর।
0 Comments