** তোমার শহর ছাড়লাম আজ দুপুরেই **


**তোমার শহর ছাড়লাম আজ দুপুরেই **
*রুমি চৌধুরী*
তোমার শহর ছাড়লাম আজ দুপুরে।

ভেবেছিলাম মধ্যরাতে এ শহরকে

ঘুমন্ত রেখেই পালাবো চিরতরে।
কিন্তু তোমার কাঙাল স্মৃতিরা এত বিশ্রীভাবে
সময়- অসময়ে আমায় তাড়িয়ে বেড়ায়!
একটা অব্যক্ত গুঞ্জন এত অশ্লীল সুরে
মরাকান্না জুড়ে দেয় যে,
আমি তাকে থামাতে পারিনা,
শত চেষ্টা করেও না।

দু'হাতে কান ঢেকে চোখ বন্ধ করে 
চিৎকার করে উঠি।
কেউ দেখেনা সে কষ্ট,
কেউ শোনেনা সে চিৎকার।

ইচ্ছে করে বুক ছিঁড়ে
বের করে আনি বুকের পাঁজর।
রক্ত গঙ্গার রক্তিম স্রোত বেয়ে
ফিনকি দিয়ে টেনে আনি সমস্ত লোহিতকণিকা।

পারিনা, আমি কিছুই পারিনা।
ভীরু আর অকর্মণ্য এই আমি শুধু
চেয়ে চেয়ে দেখি তোমার সুখের স্বর্গবাস।
তাইতো মধ্যরাতের অপেক্ষা না করে
তোমার শহর ছাড়লাম আজ দুপুরেই।

"আমার এক বন্ধু ইনবক্সে বললো- " তোমার শহর ছাড়লাম আজ দুপুরে.... এই শিরোনামে একটি কবিতা লেখা যায় কিনা দেখতো"
শিরোনামটি দেখেই আমার পছন্দ হলো। সব কাজ ফেলে রেখেই লিখতে বসে গেলাম। লিখেও ফেললাম। জানিনা কতটুকু পেরেছি। আমার এই রবীন্দ্রভক্ত বন্ধুটি কবিতা না লিখলেও কবিতা বেশ ভালোই বোঝে। আমার লেখার গঠনমূলক সমালোচনা আমি বেশিরভাগ সময় তার কাছ থেকেই পাই। ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটা শিরোনাম দেয়ার জন্য।"

Post a Comment

0 Comments