** দুঃখবিলাসী কবি **


** দুঃখবিলাসী কবি **
*রুমি চৌধুরী*
কবিরা বড্ড বেহিসেবী হয়
কবিরা তো আবেগী,
কবিরা ভীষণ দুঃখবিলাসী
কবিরা যে বিবাগী।

অল্প সুখে সুখী তারা
অল্প দুঃখেই কাতর,
অল্পতেই তুষ্ট কবি
গৌণ আপন-পর।

নিত্য তারা প্রেমে পড়ে
নিত্য সে প্রেম ভাঙে,
মানুষ, ঈশ্বর, স্বদেশ অথবা
কখনো প্রকৃতির রঙে।

কল্পনা যে সঙ্গী তাদের
স্বপ্ন আকাশছোঁয়া,
আকাশটাকে মাটিতে নামায়
অমাবস্যায় চাঁদোয়া।

দারিদ্রতার মুকুট মাথায়
পূর্ণিমাচাঁদ রুটি,
ভাবনারাজ্যে অধীশ্বর ত
কষ্টকে দেয় ছুটি।

সীমানাবিহীন চেতনারাজ্যে
রূপের নেইতো শেষ,
স্বর্গ- মর্ত্য - পাতাল ছাড়িয়ে
কখনো নিরুদ্দেশ।

কখনো কবি আলেকজান্ডার
কখনো শেক্সপীয়ার,
বিদ্রোহী বীরযোদ্ধা কখনো
কলমটা হাতিয়ার।

সংকীর্ণতার প্রাচীর ডিঙিয়ে
স্বপ্নে বসবাস,
অন্যায় আর অত্যাচারের
সমূলে বিনাশ।

কবির ভাবনা, কবির যাতনা
মনের ছন্দপতন,
ঈশ্বরেরও অবোধ্য যেন
অসাধ্য অনুধাবন।

বন্ধু তাদের শত শত
মনে ভীষণ একা,
সবার দুঃখে কাঁদে কবি
তার লাগি সব ফাঁকা।

Post a Comment

0 Comments