** মুজিব তোমার বাংলাদেশ **


** মুজিব তোমার বাংলাদেশ **
*রুমি চৌধুরী*
মুজিব তোমার বাংলাদেশ একবার যাও দেখে
একবার এসে চোখ বোলাও চরণ দু'খানি রেখে।

কোথায় তোমার সেই জনতা? কোথায় সে বাঙালী?
কাজে ঠনঠন মুখে আওড়ায় আদর্শতার বুলি।

মলিন হয়েছে সবুজ- শ্যামল, ছোট্ট বাংলাদেশ
সেই রূপ আর সজীবতা নেই বিন্দুমাত্র লেশ।

যেদিকে তাকাবে সেদিকে দেখবে ইমারতের ভীড়
বড়ই অভাব শান্তিকুঞ্জের শান্ত একটা নীড়।

এই কি তোমার স্বপ্ন ছিল? এই কি ছিল চাওয়া?
শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ধাওয়া- পালটা ধাওয়া।

মানুষে- মানুষে রেষারেষি আর খুনের উন্মাদনা
রক্তনদীর রক্তিম স্রোতে হারায় সম্ভাবনা।

তর্জনী নেড়ে বজ্রকন্ঠে গর্জে উঠো আবার
ভ্রষ্ট জাতিকে দীক্ষা দাও একত্রিত হবার।

Post a Comment

0 Comments